চিরাচরিত নিয়ম ভেঙ্গে জাপানে কবর প্রথা বাতিল

    0
    267

    আমার সিলেট  24 ডটকম,১৭নভেম্বরঃ মূলত কবর দেয়ার স্থানের অভাবেই  চিরাচরিত নিয়ম ভেঙ্গে আগামীতে জাপানের রাজপরিবারের সম্রাট ও তার স্ত্রী মারা গেলে তাকে কবর না দিয়ে দাহ করা হবে বলে জানা যায় ।গত শুক্রবার আনুষ্ঠানিক ভাবে জাপানের রাজপ্রাসাদ থেকে এ খবর জানানো হয়  ।এ ঘোষণা জাপানের প্রায় চারশত বছরের কবর প্রথা ভেঙ্গে যাবে বলে জানান  সেখানকার স্থানীয় সুত্র।উল্লেখ্য জাপানে কবর ও দাহ দুটোই চলে। তবে দেশের অধিকাংশ নাগরিক তাদের মৃত দেহ দাহ- ই করে থাকেন। তাছাড়া বৌদ্ধ ধর্মের লোকেরা তাদের মৃত দেহ দাহ করে থাকেন বহুদিন থেকেই।

    সেখানকার বর্তমান সম্রাট আকিহিতো সিদ্ধান্ত নিয়েছেন, তিনি মারা গেলে তার মৃত দেহ দাহ করা হবে। আরও বলা হয়, ৭৯ বছর বয়সী সম্রাটের স্ত্রী মিচিকোর মৃত্যুর পর তার দেহও দাহ করা হবে বলে জানান। আন্তর্জাতিক সংবাদ সুত্র গুলো আরও বলেছে, জাপানও সম্রাটদের জন্য যে পারিবারিক  কবর স্থান রয়েছে বর্তমানে সেখানে কবর দেয়ার স্থানের অভাব রয়েছে। সম্রাট নিজেও সে বিষয়ে অবগত আছে বলে জানান। তাছাড়া তিনি মৃত্যুর আগে কবর বানাবার কোনো উদ্যোগই নেননি।