চিঠিপত্র:দোকান কর্মচারীরা বাংলাদেশের নাগরিক নয় কি?

    0
    227

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১মার্চঃ সিলেট মহানগর দোকান কর্মচারী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদ সাবু এক চিঠিপত্র প্রদান করে জানতে চান সিলেটে কর্মরত দোকান কর্মচারীরা বাংলাদেশের নাগরিক নয় কি? কেন তাদের সাংবিধানিক অধিকার থেকে বিরত করা হচ্ছে। জাতীর জনক বঙ্গবন্ধু ১৯৭২ সালে সাংবিধানিক ভাবে ঘোষনা করেন যে, ব্যাক্তি মালিকানাদিন কল কারখানা ও দোকান কর্মচারী শ্রমিকদের সপ্তাহিক দেড় দিন ছুটি এবং প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কাজের সময়সূচী ঘোষনা করেন।

    তার কার্যকর করার জন্য বর্তমান সরকার সিলেট এবং সুনামগুেঞ্জ একজন উপমহাপরিদর্শক এবং চারজন পরিদর্শক নিয়োগ করা হয়। কিন্তু এতো কর্মকর্তা নিয়োগ করার পরও দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটি থেকে বি ত করা হয় এবং ১৮/২০ ঘন্টা কাজ করতে হয়। কেন এই শোষণ? কর্তৃপক্ষ কি কিছুই দেখছেন না? এর পেছনের কারনটা কি? কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন কেন? না কি দোকান মালিকদের সাথে কোন গোপন যোগাযোগ রয়েছে।

    দোকান কর্মচারীদের শোষণের কথা উল্লেখ করতে গেলে কিছু সংখ্যক সংবাদকর্মীর কলম ভেঙ্গে যায়। তাদের কাঝে জানতে গেলে তারা বলেন, উপর মহলের নিষেধ আছে তাই না কি তারা কর্তৃপক্ষের এই ব্যর্থতার কথা লিখতে পারেন না। হাজার হাজার দোকান কর্মচারীরা তাদের সাংবিধানিক অধিকার থেকে বি ত এবং শোষিত হচ্ছেন।

    কিন্তু তাদের এই দুরঅবস্থার কথা সংবাদপত্রে প্রকাশ করতে নাকি উপর মহলের নিষেধ রয়েছে। তাহলে কি সিলেটের দোকান কর্মচারীরা বাংলাদেশের নাগরিক নাকি অন্য কোন দেশের নাগরিক? কেন তাদের দুরাবস্থার কথা সংবাদপত্রে প্রকাশিত হয় না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে ব্যার্থতার কথা সংবাদপত্রে তুলে ধরতে পারেন না।

    এ কারণটা কি? সর্বস্থরের দোকান কর্মচারীরা এ ব্যাপারে জানতে চায়।