চার কোটি ছাত্রের ভবিষ্যতঃহরতালে জেএসসি পরীক্ষা?

    1
    814

    আমার সিলেট  24 ডটকম,০২নভেম্বরঃ আজ বিএনপির ঘোষিত আগামী ৪,৫,৬ তারিখ হরতালের মধ্যে পূর্বনির্ধারিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না এ বিষয়ে আগামীকাল রোববার সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নভেম্বর-ডিসেম্বর ছাত্রছাত্রীদের পরীক্ষা ও পরীক্ষার প্রস্তুতির মাস। চার কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা বিবেচনা করে বিরোধীদলকে এ সময়ে হরতাল-অবরোধসহ জ্বালাও-পোড়াওর ধ্বংসাত্মক কর্মসূচি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে বিরোধী দলের হরতাল আহ্বানের পরিপ্রেক্ষিতে সোমবারের নির্ধারিত জেএসসি পরীক্ষার বিষয়ে রোববার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা যায় ।