চায়ের চারা রোপন ও পরিচর্যা বিষয়ক প্লাকিং কর্মশালা অনুষ্ঠিত

0
345
চায়ের চারা রোপন ও পরিচর্যা বিষয়ক প্লাকিং কর্মশালা অনুষ্ঠিত
চায়ের চারা রোপন ও পরিচর্যা বিষয়ক প্লাকিং কর্মশালা

আফজাল হোসেন রুমেল,বড়লেখা প্রতিনিধিঃ  মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে প্রধান অফিসের প্রঙ্গনে বাংলাদেশ চা বোর্ডে, প্রকল্প উন্নয়ন ইউনিট,শ্রীমঙ্গল (বি,টি,আর,আই) উদ্দ্যোগে দিন ব্যাপি চায়ের চারা রোপন ও পরিচর্যা প্লাকিং এবং রোগ বালাই দমন ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান, পাথারিয়া চা বাগানের ডেপুটি জেনারেল  ম্যানেজার শাহিদ নেওয়াজ, সহকারী ব্যবস্থাপক আব্দুল আল নোমান ও জুড়ি ভ্যালী স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি গঙ্গেশ রঞ্জন দেব। নিউ সমনবাগ চা বাগানের প্রধান টিলা করনিক শিবানন্দ দত্ত টিংকু, টিলা করনিক কে,এম,ডি পিংকু ও দিপক কুর্মি প্রমুখ।

এ সময় আরে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ড,  (বি,টি,আর,আই)এর ডিইরেক্টর, পিডি ইউ এর ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা বৃন্দ।

জুড়ি ভ্যালী সকল চা বাগানের কর্মচারীবৃন্দ সবার উপস্থিতিতে শুরু হয় প্রশিক্ষণ কর্মশালা। অনুষ্ঠানে চায়ের চারা কিভাবে রোপন পরিচর্যা ও রোগ বালাই নিয়ে আলোচনা করা হয়।