চাঁদ দেখা যায়নি,বাংলাদেশে ১৪ মে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর,মধ্য প্রাচ্যে ১৩ মে

0
1890
চাঁদ দেখা যায়নি,বাংলাদেশে ১৪ মে শুক্রবার পবিত্র ঈদ
চাঁদ দেখা যায়নি,বাংলাদেশে ১৪ মে শুক্রবার পবিত্র ঈদ

করোনা ঝুঁকির কারণে ঈদগাহ বা খোলামাঠে ঈদের জামাত হচ্ছেনা, স্বাস্থ্যবিধি মেনে জামাত আদায়ের নির্দেশ

মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশে জাতিয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে দেশের কোথাও চাঁদ দেখা যায়নি,ফলে আগামী ১৪ মে শুক্রবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জানা যায়, ১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ আজ দেখা যায়নি। সে অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১৩ মে) পূর্ণ হবে ৩০ রামাদান। তাই আগামী শুক্রবার ১৪ মে পালিত হবে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

আজ বুধবার (১২ মে) রাতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো: ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।
এর আগে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ধর্ম সচিব মোঃ নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানসহ দেশের বরেণ্য আলেমগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বুধবার (১২ মে) বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ জানায় ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭-টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ এ ফ্যাক্স করতে বলা হয়।
উল্লেখ্য- মৌলভীবাজার শহরে ঈদের জামাতঃ হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) জামে মসজিদ সকাল ৭টা ও ৮ টায়, টাউন দেওয়ানী জামে মসজিদ ৭টা ও ৮ টায়, মৌলভীবাজার জেলা জামে মসজিদ ৭টা ও ৮টায়.পশ্চিমবাজার বায়তুল শরীফ জামে মসজিদ সাড়ে ৬ টা ও সাড়ে ৭টা, বায়তুল আমান জামে মসজিদ সৈয়ারপুর রোড সকাল সাড়ে ৭ টা, বায়তুল মনওয়ারা জামে মসজিদ কুসুমবাগ ষ্ট্যান্ড সকাল ৭টা ও ৮টায়, সুলতান পুর জামে মসজিদ সকাল ৭টা ও ৮ টায়,কাজিরগাঁও জামে মসজিদ সকাল ৭টা, মুসলিম কোয়াটার জামে মসজিদ সকাল সাড়ে ৬ টা ও সাড়ে ৭টা,সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ সকাল সাড়ে ৭টা, বায়তুল আনোয়ারা জামে মসজিদ সকাল ৭ টায়, বিটিসিএল জামে মসজিদ সকাল সাড়ে ৬টা ও সাড়ে ৭টা, পশ্চিম ধরকাপন জামে মসজিদ সকাল সাড়ে ৭টা, দারুল উলুম মাদ্রাসা জামে মসজিদ সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টা, বায়তুল বার জামে মসজিদ সৈয়াপুর সকাল ৮টায়, আয়াতুল্লাহ জামে মসজিদ কুদরত উল্লা রোড সকাল ৭টায়,আবু শাহ (রহ:) জামে মসজিদ পশ্চিম বড়হাট সকাল ৮টায়, জেলা পরিষদ জামে মসজিদ সকাল ৭টায়, শেখের গাও শাহী জামে মসজিদ বরকাপন সকাল ৮টায়, বায়তুল মামুর জামে মসজিদ নোয়াগাঁও সকাল ৭টায়,মৌলভীবাজার সদর হাসপাতাল জামে মসজিদ সকাল ৭টায়,বায়তুল মামুল জামে মসজিদ নওয়াগাও সকাল ৭টায়, উপজেলা পরিষদ জামে মসজিদ সদর সকাল সাড়ে ৭টা, সোয়া ৮টা, দক্ষিন কলিমাবাদ জামে মসজিদ সকাল ৭টা ও ৮টা, শেখ কাজিম উদ্দিন দরগা মহল্লা জামে মসজিদ সকাল ৭টায়, বনশ্রী জামে মসজিদ সকাল ৭টা ৮টা ও ৯টায়,বরকাপন বায়তুল নূর জামে মসজিদ সিলেট রোড সকাল সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টা,শান্তিবাগ জামে মসজিদ সকাল ৭টা ও ৮ টা, বড়বাড়ি সোনাপুর জামে মসজিদ বড়বাড়ী সকাল সাড়ে ৭টা, দ্বারক জামে মসজিদ সকাল ৬টায়,দর্জির মহল জামে মসজিদ সকাল সাড়ে ৬ টা, কাজিরগাঁও মারকাজ জামে মসজিদ সকাল সাড়ে ৭টা। শ্রীমঙ্গল উপজেলা শহরের থানা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭ টায় দ্বিতীয় জামাত সকাল ৮ টায় (অন্যান্য মসজিদের নামাজের সময় সূচি এখনো জানা যায়নি) এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।পরবর্তিতে বিস্তারিত জানানো হবে।