চাঁদে নাসার পানি তৈরির প্রকল্প

    0
    410

    যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা চাঁদের বুকে পানি তৈরির প্রক্রিয়া নিয়ে গবেষণা চালাবেন। সম্প্রতি গবেষকেরা সেখানকার উপাদান ব্যবহার করে পানি তৈরি করতে সক্ষম হবে এমন একটি রোবট তৈরির কাজে হাত দিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
    গবেষকেদের পরিকল্পনা অনুযায়ী, ২০১৭ সালনাগাদ চাদের ভূপৃষ্ঠে কীভাবে পানি তৈরি করা যাবে, তা নিয়ে সপ্তাহব্যাপী কাজ করবে একটি রোবট। মিশনটির প্রস্তুতি পর্ব চলছে।
    গবেষকেরা এ প্রকল্পটির নাম দিয়েছেন রিসলভ। এ প্রকল্পের জন্য প্রস্তুতকৃত রোবট চাঁদের মেরু অঞ্চলে জমাট বাঁধা তরল বিশ্লেষণ করে তা থেকে পানি তৈরির কৌশল উদঘাটন করবে। গবেষকেদের তৈরি রোবটটি হবে সৌরশক্তিনির্ভর।
    তাঁরা জানিয়েছেন, অল্পদিনের এ মিশনের জন্য ২৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্পব্যয় হবে। এ মিশনে মঙ্গল গ্রহের উপাদান ব্যবহার করে পানি তৈরি করা বা পানির সন্ধান পাওয়া যাবে বলে গবেষকেরা আশাবাদী।