চলতি মাসেই বাংলাদেশিদের জন্য খুলছে কুয়েতের শ্রমবাজার

    0
    246

    আমারসিলেট24ডটকম,০৭জানুয়ারীঃ  ২০০৭ সলের পর  বাংলাদেশি শ্রমিকদের জন্য আবার খুলছে কুয়েতের শ্রমবাজার। জনশক্তি রপ্তানি প্রশিক্ষণ ব্যুরো(বিএমইটি)এর মহাপরিচালক বেগম শামসুন নাহার গতকাল সোমবার সন্ধ্যায় জানান, ইতোমধ্যে কুয়েতে বাংলাদেশ দূতাবাস সেদেশের একটি কোম্পানির জন্য ৫৯৩ জন শ্রমিকের চাহিদা পাঠিয়েছে। চলতি মাসেই এই শ্রমিকরা কুয়েতে যাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। জনশক্তি রপ্তানি প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি)তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে কুয়েতে প্রথমবারের মতো বাংলাদেশি শ্রমিকরা যাওয়ার সুযোগ পান। ২০০৭ সাল পর্যন্ত দেশটিতে ৪ লাখ ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক চাকরি নিয়ে গেছেন। বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগে ২০০৭ সাল থেকে অনেকটা কৌশলেই বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয় কুয়েত সরকার।
    বিএমইটি মহাপরিচালক শামসুর নাহার বলেন, কয়েকটি প্রতিনিধি দল কয়েক দফায় কুয়েত সরকারের সঙ্গে বৈঠকের পর দেশটি বাংলাদেশ থেকে আবারো শ্রমিক নিতে রাজি হয়। বিশ্বের যে কয়টি দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে তার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত অন্যতম বলে জানান শামসুর নাহার । কুয়েতে আবার শ্রমিক পাঠানো শুরু হলে দেশের রেমিটেন্স প্রবাহ বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।