চলছে অভিযানঃদীর্ঘ সময় নিরব থাকার পর বিস্ফারণের শব্দ

    0
    243

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১মার্চ,শিমুল তরফদারঃ  দীর্ঘ সময় নিরব থাকার পর বিকেল ৪.৩০-৪.৩৬ মিনিটে আবারো বরহাট জঙ্গি আস্থানা থেকে গুলাগুলির আওয়াজ পাওয়া গেছে এবং একটি গ্রেনেড বিস্ফারণের ও শব্দ শোনা গেছে,এর আগে বেলা ১২টার দিকে গুলাগুলির শব্দ শোনা যায় তখন কয়েকটি গ্রেনেড বিস্ফারণ হয় বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সোয়াটের অভিযান চলছে।

    অপরদিকে আহত হয়েছেন একজন পুলিশ সদস্য। শুক্রবার (৩১ মার্চ) সকালে ৯টা ৫২ মিনিটের দিকে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু করেন সোয়াট সদস্যরা। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহজালাল বলেন, জেলা পুলিশের সদস্য কাওসার জঙ্গি আস্তানার দিকে টিয়ার শেল মারছিলেন। এসময় আহত হয়েছেন তিনি। তবে ঠিক কীভাবে আহত হয়েছেন তা বলতে পারছি না। তাকে অ্যাম্বুলেন্সে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ঘটনাস্থলে আরও চারটি অ্যাম্বুলেন্স ও অতিরিক্ত পুলিশ সদস্যদের যেতে দেখা গেছে।সিলেটের  মেডিকেল কলেজ হাসপাতালে আহত কাওসারের চিকিৎসা চলছে।