চট্টগ্রাম জুলুশ র‌্যালিতে ২০লক্ষাধিক মানুষের সমাগম ধারণা

    0
    629

    আমারসিলেট24ডটকম,০৩জানুয়ারীঃ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে  নগরীতে আয়োজিত জুলুশের র‌্যালিতে নেতৃত্ব দিতে চট্টগ্রাম এসে পৌঁছেছেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ) ।

    গতকাল শুক্রবার বিকালে ৪টায়  ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তিনি।
    প্রতিবছরের ন্যায় এবারও আয়োজিত জুলুশের র‌্যালিতে ২০ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে ধারণা করছে আয়োজক কমিটির সদস্যরা।

    আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন সিটিজি নিউজে জানান,  শুক্রবার বিকেল চারটায়  ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ)।  বিমান বন্দরে অভ্যর্থনা শেষে ষোলশহর আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পৌঁছান তিনি। পরে বাদ মাগরিব হতে এশা পর্যন্ত হুজুর কেবলায়ে আলম’র ছদারতে পবিত্র গেয়ারভী শরীফ অনুষ্ঠানে যোগদেন।

    আজ শনিবার বাদ এশা ২৬ নং ওয়ার্ড উত্তর হালিশহর বড়পুল এলাকার নিয়াজের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠান অংশগ্রহণ করবেন। আগামিকাল রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত জুলুশের র‌্যালিতে নেতৃত্ব দেবেন বলে জানান আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।re,ctgnes.