ঘুর্নিঝড়ে নড়াইলে ৩৮৪৫ হেক্টর জমির ফসলে ক্ষতি

    0
    246

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে রোপা আমনসহ শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্যানুযায়ী ঘুর্নিঝড়ে জেলায় মোট ৩হাজার ৮ শত ৪৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে ।

    এরমধ্যে ১হাজার ৭১০ হেক্টর জমির আমন ধান, ১ হাজার ১শত হেক্টর জমির রবিশস্য ( সরিষা ১৮০ হেক্টর,খেশারি ৭৫০ হেক্টর,মুশুর ১০০ হেক্টর ,মুগ ডাল ৫০ হেক্টর, মাশকলাই ২০ হেক্টর ) এবং ১ হাজার ৩৫ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্থ হয়েছে।

    এছাড়া ঝড়ে অংসংখ্য গাছপালা ও কাঁচাঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। উপকুলীয় জেলা খুলনা ও বাগেরহাটের নিকটবর্তী জেলা নড়াইলের উপর দিয়ে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত বুলবুলের প্রভাবে ঝড় ও বৃষ্টি বয়ে যায়।