২৪ঘন্টার আবহাওয়ায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    0
    225

    আমারসিলেট24ডটকম,০৭মেঃআজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লাও নোয়খালী অঞ্চলসহ ঢাকা, বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের দু’একজায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত:শুষ্ক থাকতে পারে।
    টাঙ্গাইল, রাঙ্গামাটি, ফেনী ও রাজশাহী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রাবহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়েছে।
    আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে। আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থাসম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশপশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গোপসাগরে অবস্থান করছে।