গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে ওয়েলসের উদ্যোগে কার্ডিফে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

    0
    186

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪এপ্রিল,জহির উদ্দিন আলী: গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে গত ১২ই এপ্রিল রোববার বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এক আলোচনা ও ডিনার পার্টির আয়োজন করা হয়।

    গ্রেটার সিলেট কাউন্সিল রিজিওনাল চেয়ারপার্সন কমিউনিটি লিডার আলহাজ্ব মো: লিয়াকত আলির সভাপতিত্বে এবং রিজিওনাল জেনারেল সেক্রেটারী কমিউনিটি সংগঠক মো: আসকর আলির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী ওয়েলসের সাবেক চেয়ারপার্সন মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা, ডেইলি সিলেট এর সম্পাদকমন্ডলীর সভাপতি, সাংবাদিক মকিস মনসুর আহমদ।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান কমিউনিটি লিডার মো: হান্নান শহীদুল্লাহ, গ্রেটার সিলেট কাউন্সিলের উপদেষ্টা আলহাজ্ব আসাদ মিয়া, সংগঠনের রিজিওনাল জয়েন্ট সেক্রেটারী আবুল কালাম মুমিন, সংগঠনের নব নির্বাচিত কেন্দ্রীয় সদস্য দৈনিক মৌলভীবাজারের ডাইরেক্টর শাহ শাফি কাদির, রিজিওনাল ট্রেজারার বদর উদ্দিন চৌধুরী বাবর, সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ, ইকবাল আহমদ, যুবনেতা জহির উদ্দিন আলি, মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, শাহান আলি, আব্দুল মুত্তালিব, আব্দুল করিম, সুমন আলি, আব্দুল হামিদ উজ্জল, বদরুল মনসুর, ওয়াহিদ মিয়া, সেবুল হোসেন, ইমন আহমদ, আব্দুল কাইয়ুম, আনহার মিয়া, সাব্বির আহমদ, লিটন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    প্রধান অতিথির বক্তব্যে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী ওয়েলসের সাবেক চেয়ারপার্সন মকিস মনসুর আহমদ, মহান স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে বলেন দীর্ঘ নয়মাস মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙ্গালী জাতি পেয়েছে লাল বৃত্ত সবুজ পতাকা, বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে আমাদের হৃদয়ের বাংলাদেশ।
    বিশ্বের অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান আব্দুল হান্নান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নব প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান।
    সভাপতির বক্তব্যে সংগঠনের রিজিওনাল চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী ও জেনারেল সেক্রেটারী মো: আসকর আলী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সংগঠনের আগামী দিনের কর্মকান্ডে সবার সহযোগিতা কামনা করেন।
    পরিশেষে মহান মুক্তিযুদ্ধে অবদানকারী সবার জন্য দোয়া করা হয়।