গোয়ালাবাজার থেকে কাদিমপুর রাস্তায় ভোগান্তির অপর নাম স্পিডব্রেকার

    1
    275

    আমারসিলেট 24ডটকম , সেপ্টেম্বর  : রাস্তায় যানচলাচল নিরাপদ করতে সরকারি পর্যায়ে প্রায়ই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হচ্ছে। এর সাথে যোগ হচ্ছে বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ। ট্রাফিক সিগনালের পাশাপাশি স্পিডব্রেকারের মাধ্যমে যানচলাচল নিয়ন্ত্রণ করতে তা এখন আস্তার নাম হয়ে দাড়িয়েছে। কিন্তু ইহা আবার মাত্রাতিরিক্ত হয়ে গেলে দূর্ভোগের কারণ হয়ে দাড়ায়। যেমনটি ঘটেছে  ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে কাদিমপুর রাস্তায় এখন
    জনভোগান্তির অপর নাম হলো স্পিডব্রেকার ।

    নিজেদের নাম জাহির বা অস্তিত্ব জাহির করতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্টানের উদ্যোগে  কাদিমপুর রাস্তায় স্পিডব্রেকার নির্মাণ করায় তা এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। এতে করে যানচলাচলের ক্ষেত্রে নিরাপত্ত্বা দূরের কথা জনগণ তা এখন ভোগান্তি হিসেবে দেখছে। রাতের আধারে বা প্রকাশ্যে যে যার ইচ্ছামত স্পিডব্রেকার নির্মাণ করছে।

    জানা গেছে গোয়ালাবাজার থেকে কাদিমপুর রাস্তার দূরত্ব ৭ কিলোমিটার। এর মধ্যে খুজগীপুর স্কুল থেকে উমরপুর গেইট পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার মধ্যে যানচলাচল নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্টানের উদ্যেগে প্রয়োজনাতিরিক্ত ৭টি স্পিডব্রেকার নির্মাণ করায় তা এখন জনগণের দূর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য
    ভোক্তভোগী জনগণ কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।