গোয়াইনঘাটে মামলাঃ ২৫বস্তা ভিজিএফ’র চালসহ আটক-৩

    0
    189

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১ফেব্রুয়ারি,রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্থদের বিশেষ ভিজিএফ এর আওতায় বরাদ্ধকৃত ২৫বস্থা চাল আত্মসাতের সময় পুলিশ পাচারকারী ও গাড়ী চালক সহ ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় থানা পুলিশের এসআই সমিরণ চন্দ্র দাস বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন যার নং-১৭/১৮।

    মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সদরের সবজি বাজার পয়েন্ট দিয়ে জাফলং পাচার কালে ভিজিএফের চাল বোঝাই পিকআপ ভ্যান সিলেট-ন-১১-২১৮৯ নং গাড়ী চালক এবাদসহ আলীরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের হাসমত উল্লাহর পুত্র ফারুক আহমদ (৪০), একই গ্রামের শফিকুর রহমানের পুত্র মজুল মিয়াকে (৩৫) কে হাতেনাতে আটক করেছে পুলিশ।

    সরেজমিনে জানা যায়, উপজেলা প্রশাসন হতে ভিবিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের নামের তালিকা চাওয়া হয়। এরই প্রেক্ষিতে ভিবিন্ন ইউপি সদস্যরা তালিকা প্রধান করেন। বন্যায় ক্ষতিগ্রস্থ এসকল পরিবার প্রতি ৩০ কেজি চাল পেলেও স্থানীয় ইউপি সদস্যরা খাদ্য গোদাম কর্মকর্তার সাথে অাতাত করে বিজিএফের চাল আত্মসাৎ করতে বেপরোয়া হয়ে উঠেন৷ মঙ্গলবার উপজেলা খাদ্য গোদাম হতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও খাদ্য গোদাম কর্মকর্তা ২৫২ বস্থা চালের স্থলে ২৭৭ বস্থা চাল গ্রহন করেন। খাদ্য গোদামের তালিকায় ২৫২ বস্তা চাল গ্রহন করা হয়েছে বলে লিপিবদ্ধ রয়েছে।
    এ বিষয়ে গোয়াইনঘাট খাদ্য গোদামের কর্মকর্তা শিবু ভুষন পাল’র সাথে আলাপ করলে প্রথমে এ বিষয়ে নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য প্রতিবেদকে অনুরোধ করেন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
    এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ মো: দেলওয়ার হোসেন চাউল আত্মসাতের ঘটনায় ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,
    এঘটনায় এজহারে উল্লেখ করা অপরাপর আসামীদের আটক করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।