গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় বই উৎসব

    0
    242

    আমারসিলেট24ডটকম,০৪জানুয়ারীঃ সিলেটের গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্টিত হলো বই উৎসব। পহেলা জানুয়ারি ছুটি থাকায় প্রাথমিক স্তরের এই বই উৎসব দুই জানুয়ারি  বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নতুন বছরে নতুন বই পেয়ে কোমলমতি শিশুরা উৎফুল্ল। গোল্লাছুট দৌঁড়ে বই নিয়ে বাড়ি ফিরে আনন্দে আটখানা এসব শিক্ষার্থীরা। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী এবার নতুন বই পেয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে উৎসবের পর উৎসব।

    জেএসসি-জেডএসসি ও পিএসসির ফলাফলের পর এবার প্রাথমিকের বই উৎসব। সরকার প্রতি নতুন বছরের শুরুতে নতুন বই তুলে দেয় শিক্ষার্থীদের হাতে। এবারও ব্যতিক্রম হয়নি। আর এই বই প্রাপ্তির আনন্দই আলাদা কোমলতি শিশুদের কাছে। বিশেষ করে গ্রামের স্কুলগুলোতে শিশুদের নতুন বই পাওয়ার আনন্দই আলাদা। উপজেলার বিভিন্ন  স্কুল ঘুরে দেখা যায় , প্রাথমিকের শিশুরা বুকের মধ্যে আলগে রেখে গোল্লাছুট দৌড়ে বই নিয়ে বাড়ি পৌছে। স্থানীয় সুত্র জানায়, উপজেলার বিরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বই বিতরন উৎসবে রুপনেয়।

    এ বই উৎসবকে প্রাণবন্ত করতে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ অংশ গ্রহন করেন। এ সময় উক্ত বই বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাইদুর রহমান, বর্তমান সভাপতি গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন,সিনিয়র সহকারি শিক্ষক আং নুর, সহকারি শিক্ষক বুলবুল চন্দ্র ,ফখরুল ইসলাম(সিনিয়র), রওশনারা বেগম, সালেহা বেগম, মোহাম্মদ ফখরুল ইসলাম(জুনিয়র)। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রুশন আলী, মুরব্বি আব্দুর রাজ্জাক, আব্বাস আলী প্রমুখ। উপজেলার বিরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন জানান, চাহিদা অনুযায়ী বই পেয়েছি। বৃহস্পতিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নতুন বই নিয়ে অত্যান্ত খুশি। তাদের বই পাওয়ার আনন্দটাই আলাদা।

    এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমন্দ্র চন্দ্র দেবনাথের সাথে আলাপকালে তিনি জানান, পহেলা জানুয়ারি সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীদের হাতে ২ জানুয়ারি বই তুলে দেওয়া হয়েছে। বইয়ের কোন সংকট নেই। ইতোমধ্যে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির সাথে সাথে শিক্ষার্থীর হাতে কিছু নতুন বই তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।