গৃহ শ্রমিকদের নীতিমালা প্রণয়নসহ বাস্তবায়নের আহ্বান

    0
    206

    আমারসিলেট24ডটকম,৩০ডিসেম্বরঃ  মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য গৃহ শ্রমিকদের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম।গত শনিবার ফোরামের উদ্যোগে রিপোর্টার্স ইউনিটি হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ গৃহ শ্রমিকদের বর্তমান চিত্র ও অধিকার রক্ষার আইনি উদ্যোগ প্রসঙ্গে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবন্ধকার এএসএম সাদিকুর রহমান, প্রধান আলোচক গৃহ শ্রমিক অধিকারের প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।

    আলোচক ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন মুহাম্মদ ওমর ফারুক, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের নেত্রী মুর্শিদা আক্তার নাহার, টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়নস ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমীন প্রমুখ।  সেমিনারে বক্তারা বলেন, গৃহ শ্রমিকরা শ্রেণীবিভক্ত সমাজের উপজাত। শ্রেণীবিভক্ত সমাজে তারা সব সময়ই উপেক্ষিত। বিদ্যমান পুঁজিতান্ত্রিক ও পুরুষতান্ত্রিক শোষণের ফলে গৃহ শ্রমিকের জীবন শ্রমদাসের জীবনে পরিণত হয়েছে। অথচ গৃহ শ্রমিকরা আমাদের সমাজ-সংসারের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘকাল ধরে তারা সমাজ-সংসারে সবার সঙ্গে বসবাস করে আসছেন। যাদের শ্রমের স্পর্শে আমাদের সমাজ-সংসার সুন্দর হয়, সেই গৃহ শ্রমিকের জীবন সব সময়ই অন্ধকারে নিমজ্জিত। বক্তারা বলেন, শোচনীয় কাজের পরিবেশ, শ্রম শোষণ ও মানবাধিকার লঙ্ঘন গৃহ শ্রমিকদের জন্য অন্যতম প্রধান সমস্যা। আইনি সুরক্ষার অভাব গৃহ শ্রমিকের ঝুঁকি বাড়িয়ে দেয়।তারা অন্য শ্রমিকের তুলনায় কম মজুরি পান এবং অনেক বেশি সময় পরিশ্রম করতে হয়।