গুলশানে হামলার ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম গ্রেফতার

    0
    282

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪জানুয়ারীঃ  রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে গান্ধীকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট।
    শনিবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক এসএমএস-বার্তায় এ তথ্য জানানো হয়।
    গত বছরের পয়লা জুলাই রাত ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।
    হামলার পর মোট ২৯ জন নিহত হয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।
    হলি আর্টিজানের নতুন যাত্রাঃঅপরদিকে, ঢাকার গুলশানের একটি ভবনে ছোট পরিসরে কোলাহলে মুখর হলি আর্টিজান ক্যাফে।
    জঙ্গি হামলার ছায়া থেকে বেরিয়ে আবারো সামনে এসেছে এ ক্যাফে।
    আগের মতো খোলা জায়গা এবং মনোরোম পরিবেশ নেই। একটি সুপার শপের সাথে অর্ধেক জায়গা ভাগ করে নিয়েছে আলোচিত এ ক্যাফেটি।
    ক্যাফের মালিকরা বলছেন, জঙ্গি হামালার পর তারা চেষ্টা করেছেন যত দ্রুত সম্ভব নতুন জায়গায় এটি পুনরায় চালু করার। স্বল্প পরিসরেও গত দু’দিন ভালোই চলছে এটি।
    অন্যতম মালিক আলী আর্সলান বলেন, “কয়েকদিন আগে একজন রাষ্ট্রদূত লাঞ্চ টাইমে তার অ্যাম্বেসি থেকে হেঁটে এখানে এসেছেন। সামনে পুলিশ চেকপোস্ট আছে এবং পাশে থানা আছে।”
    নতুনভাবে হলি আর্টিজান খুলতে না খুলতেই পুরনো কাস্টমাররা ভিড় করছেন। দেশী কাস্টমারা যেমন আসছেন, তেমনি দলে-দলে বিদেশী কাস্টমারাও আসছেন এখানে। নতুন এ জায়গায় সবোর্চ্চ ২০ জন একসাথে বসতে পারে।
    অনেক সেখানে খাবার খাচ্ছেন, আবার অনেকে খাবার বাসায় নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিকদের অনেকেই শুভেচ্ছা জানাতে আসছেন ।
    হলি আর্টিজানের পুরনো জায়গায় প্রায়ই যেতেন জার্মান নাগরিক ক্রিশ্চিয়ান সেইজার। নতুন হলি আর্টিজানকে তিনি শুভেচ্ছা জানাতে এসেছেন।
    সেইজার বলেন, “একটা মর্মান্তিক ঘটনার পর তারা আরো শক্তি পেয়েছে। সন্ত্রাসবাদ ঢাকা শহরে এরকম চমৎকার কোন জিনিসকে থামিয়ে রাখতে পারবে না।”