গুজব ছড়াবেন না,সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন

    0
    362
    রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না’ ছেলে ধরা সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন। ২৯ জুলাই সোমবার সকাল ১১টা হতে বিকাল ৩টা পর্যন্ত জৈন্তাপুর থানা পুলিশের উদ্যোগে বিগ্রোডিয়ার মজুমদার বিদ্যানিকেন, সারীঘাট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রীদের মধ্যে সতর্কীকরণ ও সচেতনতা বৃদ্ধি করনসভা করেন৷
    জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো: ময়নুল জাকিরের অায়োজনে সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসাবে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট সার্কেল এসপি মো: অাব্দুল করিম৷ তিনি বলেন “পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে” এই গুজবকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে গনপিটুনিতে বেশ কয়েকজন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। জৈন্তাপুর উপজেলাবাসীর জ্ঞাতার্থে জানানো হচ্ছে, এটি একটি গুজব। অাপনারা কোন প্রকার গুজবে কান দিবেন না এবং গুজব ছড়িয়ে সাধারন মানুষকে বিভ্রান্ত করবেন না। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধারা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। এ পর্যন্ত গণপিটুনির ফলে যত গুলো নিহতের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্র বিরোধী কাজের শামিল। গণপিটুনি একটি ফৌজদারী অপরাধ। তিনি সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন গুজব ছড়ানো এবং গুজবে কান দেয়া থেকে বিরত থেকে কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিন।
    বিভিন্ন স্কুল, মাদ্রাসার সচেতনতা মুলক সভায় অফিসার ইনচার্জ খান মো: মইনুল জাকির বলেন- অামরা স্কুল কলেজ মাদ্রাসা সহ উপজেলার হাট বাজর গুলোতে মাইকিংয়ের মাধ্যেম উপজেলাবাসীকে সর্তক করেছি৷ বিশেষ করে ছাত্র-ছাত্রীরা যাহাতে অাত্মংকের স্বীকার না হয় এবং পড়া লেখা বন্ধ না করে সে জন্য পুলিশের পক্ষ হতে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে৷ ছাত্র-ছাত্রীদের নিয়ে খোলামেলা বিষয়টি বুঝিয়ে দিলে তারা এসব গুজবে কখনও কান দিবে না৷ সচেতনতা বৃদ্ধির লক্ষে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে৷ ছেলে ধরা সন্দেহ হলে তাৎক্ষনিক ভাবে পুলিশে খবর দেওয়ার অাহবান জানান৷