গাঁয়ের-ছেলে

    0
    238

    গাঁয়ের-ছেলে
    জালাল আহমেদ জয়

    সবুজ-স্যামল ছায়ায়
    আপন মন ঝুড়ায়,
    খাল-বিল মাঠে ঘাটে
    খেলা যেন রৌদ্রের সাথে।

    বরষার জলে
    দল বেঁধে দেয় সাতার,
    ধূলো-বালি মিশে
    ব্রিষ্টিতে একাকার।

    “রাখাল ছেলে করিম”
    করে না সে জিম,
    গরূ চরায় মাঠ-ঘাটে
    সুতলি বোনায় পাটে।

    “গাঁয়ের ছেলে”
    সবার সাথে মিশে,
    সারা-বেলা করে খেলা
    দিন-কেটে যায় শেষে।

    বিলের-জলে মাছ ধরিতে
    যায় যে একসাথে,
    শাপলা-শামুক আনবে তুলে
    বাঁধন মায়ের কূলে !
    সারি-বেধে বক উড়ে যায়
    ঐ আকাশের নীলে।

    দুখি মায়ের কোলে
    হাসি সে ফুটাবে –
    বড় হয়ে থাকবে মায়ের কূলে
    চিরদিনই আপন হয়ে রবে
    যাবে না মাকে ভুলে।