গরিবদের চেয়ে ধনীরা বেশি সুবিধা পেয়েছে এই বাজেটে

    0
    228

    এবং মধ্যবিত্তের চাপ বাড়ল পক্ষপাত বাজেটেঃ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

     

     

    ২০১৯-২০ অর্থবছরের  প্রস্তাবিত  বাজেটে গরিব ও মধ্যবিত্তের চেয়ে ধনীরা বেশি সুবিধা পেয়েছে বলে মনে করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ।

    গতকাল শনিবার সকালে বাজেট প্রতিক্রিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান ও মহাসচিব মাওলানা এম এ মতিন বলেন, এ বাজেটে সাধারণ জনগণের জীবনমানের উন্নয়নের কোন সংবাদ নাই। বাজেটে ফ্ল্যাট ও জমি কিনে কালোটাকা সাদা করার সুযোগ, সারচার্জে ছাড়সহ ধনীদের বিভিন্ন সুবিধা দেয়া হয়েছে।
    অন্যদিকে সীমিত ও মধ্যবিত্তের জীবনযাত্রা ব্যয়বহুল করা হয়েছে। মধ্যবিত্তের জীবনকে করের শৃঙ্খলে বাঁধার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ থাকলেই টিআইএন থাকতে হবে। ফলে করযোগ্য আয় না থাকলেও টিআইএন নিতে হবে, যা চরম বৈষম্যমূলক।

    একই সাথে দৈনন্দিন ভোগ্যপণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির ফলে অতিরিক্তভাবে বাড়বে পণ্যের দাম। দেশের প্রাণ কৃষকদের জন্য নেই সুখবর। ভর্তুকির কথা বলা হলেও কৃষিখাতে প্রধান সমস্যা হলো উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া। কিন্ত তা নিয়ে বাজেটে কোন ঘোষণা নাই। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বরাদ্দের  ক্ষেত্রে ও একই  অবস্থা।
    নেতৃৃবৃন্দ বলেন, সরকারের উচিত দেশ-জাতির স্বার্থে বাজেট প্রণয়ন করা।প্রেস বার্তা