গবেষণা ক্ষেত্রে এওয়ার্ড পেলেন প্রফেসর ড.মাছুদুর রহমান

    0
    240

    “সিলেট কৃষি বিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মাছুদুর রহমানের প্রানী চিকিৎসা বিজ্ঞান শাখায় গবেষণা ক্ষেত্রে ভেনাস ইন্টারনাশন্যাল রিসার্চ এওয়ার্ড (VIRA) লাভ”

     

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬ডিসেম্বরঃ প্রাণি চিকিৎসা বিজ্ঞান শাখায় গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৬ সালের ইন্ডিয়ান ভেনাস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট পুরষ্কার পেয়েছেন বাংলাদেশী বিজ্ঞানী প্রফেসর  ড. মোঃ মাছুদুর রহমান। প্রতি বছর জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ গবেষণার স্বীকৃতি সরূপ বিশ্বের সেরা গবেষকদের হাতে এই পুরস্কার দিয়ে থাকে ইন্ডিয়ান ভেনাস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

    ৩ ডিসেম্বর ২০১৬ তারিখে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রফেসর ড. মোঃ মাছুদুর রহমানের হাতে সেরা গবেষণার স্বীকৃতি স্বরূপ ব্রোঞ্জ মেডেল, সনদপত্র তুলে দেন ভেনাস ইন্ট্যারন্যাশনাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. রামাকৃষ্ণা সতিশ কুমার ।

    উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ৩ রা ডিসেম্বর লা রয়্যাল মেরিডিয়ান, চেন্নাই, ইন্ডিয়াতে অনুষ্ঠিত হয়।