গণহত্যা দিবসে কাব্য বিলাসের ‘দাম দিয়ে কিনেছি বাংলা’

    0
    801

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫মার্চ,নিজস্ব প্রতিনিধি : ২৫ শে মার্চ কালো রাতে গণহত্যা দিবস উপলক্ষ্যে দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য গোষ্ঠী কাব্য বিলাস মঞ্চায়ন করে দাম দিয়ে কিনেছি বাংলা। রবিবার রাজধানীর উত্তরায় গিতাঞ্জলি আয়োজিত শহীদদের স্মরণে আলোর পথে অনুষ্ঠানে মঞ্চায়ন হয় নাটকটি। নূর ইসলাম খান মামুন নির্দেশনা ও নোঈম ইসলামের অলঙ্করনে নাটকে উঠে আসে ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালো পুরো চিত্র। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্য নিয়ে নাকটি মঞ্চায়ন করে। নির্দেশক নূর ইসলাম খান মামুন জানান, স্বাধীনতার কবিতা নাট্যরূপ দিয়ে বরাবরের মত এবারও কাব্য বিলাস দর্শকদের ভিন্নতা দিতে সক্ষম হয়েছে বলে আমার বিশ্বাস। অলঙ্করক নোঈম ইসলাম জানান, দাম দিয়ে কিনেছি বাংলা নাটকটিতে আমি চেষ্টা করেছি ভয়াল কালো রাতের দৃশ্য তুলে ধরতে। নাটকটি দেখে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ইতিহাস জানতে পারবে।
    নাটকটিতে অভিনয় করেছে, জেনিষা, পারিষা, অর্ন্তর, সজীব, রাসেল, মামুন, নোঈম, রাবিকসহ আরো অনেকে।
    উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারার নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।