গণজাগরণ মঞ্চের কর্মসূচি ঘোষণা

    0
    221

    আমার সিলেট  24 ডটকম,০১নভেম্বরঃ ১৮ দলের ৩ দিনের হরতালে বোমাবাজির পর বৃহস্পতিবার বিকালে শাহবাগে এক সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই কর্মসূচি ঘোষণা করেন।আগামী ৩ নভেম্বর আল বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দিনের মামলায় রায় ঘোষণার দিন সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ।আগামী ৯ নভেম্বর বিকাল ৩টায় যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার‌্যকর করা ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে ছাত্র-শিক্ষক সমাবেশ চালাবে শাহবাগে।সংবাদ সম্মেলনে ইমরান বলেন, রাজনৈতিক কর্মসূচির আড়ালে যুদ্ধপরাধীদের লালিত সন্ত্রাসীরা মানবতাবিরোধী অপরাধের বিচার সংশ্লিষ্ট ব্যাক্তিদের বাসভবনে এবং প্রগতিশীল গণমাধ্যমের ওপর বোমা হামলা চালিয়েছে।

    এমরান সরকার বলেন,হামলার ধরন থেকে এটা স্পষ্ট যে, হামলাকারীদের প্রধান লক্ষ্যবস্তু বিচার বিভাগ, যারা কিনা সফলতার সঙ্গে বিশেষ ট্রাইবুনাল গঠন করে যুদ্ধপরাধের বিচারের মাধ্যমে সারা দুনিয়াতে নজির স্থাপন করেছেন।এক প্রশ্নের জবাবে ইমরান সরকার বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, আশা করি জনগণের সে প্রত্যাশা পুরণ করেই আবার জনগণের সামনে ভোট চাইতে আসবে।