খোয়াই নদীর বাধ ও পুলিশ ফাঁড়ি পরিদর্শনে জেলা প্রশাসক 

    0
    191
    এস এম সুলতান খান,চুনারুঘাটঃ চুনারুঘাটের রাজারবাজার খোয়াই নদীর বাধ ও পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। আজ শুক্রবার  দুপুর ২টায় তিনি এ স্থান গুলি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্ম কর্তা মঈন উদ্দিন ইকবাল, সহকারী  কমিশনার  (ভূমি) স ম আজহারুল ইসলাম, থানার অফিসার ইনর্চাজ নাজমুল হক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সন্জু।
    বন্যা হলেই খোয়াই নদীর পানিতে প্লাবিত হয় চুনারুঘাট উপজেলার  রাজারবাজারসহ আশপাশের কয়েকটি গ্রাম ।খোয়াই নদির বাধ নির্মানের দাবীতে সম্প্রতি আহম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ৬ কিঃমিঃ বাঁধ নির্মাণের জন্য  খোয়াই কূল পরিদর্শন করেতে আসেন তিনি। অচিরেই এর যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন জেলা প্রশাসক।
    এ ছাড়াও তিনি ইউনিয়নের বিভিন্ন সরকারি স্থাপনা ও পরিকল্পিত স্থান পরিদর্শন করেন।