খেলা-ধুলা মানুষের প্রতিভার বিকাশ ঘটায় জৈন্তাপুরে দিলদার

    0
    232

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২১মার্চ,রেজওয়ান করিম সাব্বিরঃ জৈন্তাপুরে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সাবেক সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম বলেন- খেলাধুলা মানুষের মনের প্রতিভার বিকাশ ঘটায় এবং বিশ্ববাসীর কাছে এলাকার পরিচয় তুলে ধরতে সহজ হয়। তিনি আরও বলেন- স্থানীয় ভাবে এভাবে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে খেলার আয়োজন করা হলে এখান থেকে জাতীয় পর্যায়ে খেলায় অংশ গ্রহন করার মত খোলোয়াড় জন্ম নেবে।
    গতকাল ২১ মার্চ মঙ্গলবার খাজার মোকাম এলাকাবাসী ও আলোর দিশারী যুব সংঘের যৌথ আয়োজনে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ১ম টুর্ণামেন্টের সমাপনি অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনায়েত উল্লাহ সভাপতিত্বে এবং আলোর দিশারী যুব সংঘের সাধারণ সম্পাদক আক্তার হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দাল মিয়া, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, সিলেট জেলা পরিষদের সদস্য মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর প্রবাসী গ্র“পনেতা জামাল আব্দুন নাসেরম সাবেক ইউডি চেয়ারম্যান আব্দুল মতিন। সমাপনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউপির চেয়ারম্যান আমিনুর রশিদ, সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, আলমগীর হোসেন, ইন্তাজ আলী, লেঙ্গুলা ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমাদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাফিজ, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, জৈন্তাপুর প্রবাসী গ্র“পনেতা ফখরুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির সভাপতি মোদাচিছর আহমদ, আলোর দিশারী যুব সংঘোর সভাপতি লোকমান হোসেন।

    ফাইন্যল খেলায় এলাহী সমাজ কল্যাণ যুব সংঘ ঘাটেরছটি চ্যাম্পীয়ন হয় ও রামেশ্বর আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থা রার্ণাসআপ হয়। এছাড়া ম্যান অব দ্যা টুর্নামেন্ট ডিএকে ক্রিটেক ক্লাবের নাজমুল, সেরাবলার জাবের, সেরা ব্যাটসমেন্ট জনি নির্বাচিত হয়। পরে অতিথি বৃন্দরা খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।