খুলনায় ৫৮ দস্যু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন

    0
    230

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪মে,ডেস্ক নিউজঃ  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নিরাপত্তা বাহিনী কোনও অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের গুলি করে না। যখন চ্যালেঞ্জের মুখে পড়ে কেবল তখনই আত্মরক্ষার্থে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এ অবস্থায় অনেক ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীকেও গুলি করতে হয়। এতে কিছু অপরাধী নিহত হলেও পুলিশও কিন্তু রক্ষায় পায় না। প্রতিপক্ষের গুলিতে পুলিশ-র‌্যাব সদস্যরাও আহত হন।’

    বুধবার (২৩ মে) দুপুরে খুলনায় র‌্যাব-৬ এর কার্যালয়ে আয়োজিত ৫৮ দস্যুর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, ‘মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের পূর্ণাঙ্গ তালিকা মন্ত্রণালয়ে আমাদের কাছে রয়েছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী বড় বড় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের ধরে বিচারের মুখোমুখি করা হচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশকে জঙ্গি, মাদক ও জল-বনদস্যুমুক্ত করতে হবে। আর সেজন্য র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিট কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। শিগগিরই সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত ঘোষণা করা হবে।’

    আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘একসময়ে সুন্দরবনে দস্যুরা ছিল আতঙ্ক। র‌্যাব ও পুলিশের অভিযানে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রীও এদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। যারা সুযোগ কাজে লাগাচ্ছেন, প্রধানমন্ত্রী তাদের জন্যও সুস্থ-সুন্দর জীবিকার কথা ভাবছেন। যারা সুযোগকে কাজে লাগাচ্ছেন না, তাদের বিরুদ্ধে আগামীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

    অনুষ্ঠানে আত্মসমর্পণকারী ৫৮ দস্যুর প্রত্যেককে পুর্নবাসনের জন্য একলাখ টাকার চেক দেওয়া হয়।