খালিয়াজুরী থানা পুলিশের তৎপরতায় হাওড় থেকে শিশু উদ্ধার

    0
    252

    নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানা পুলিশের সুত্রে জানা যায়, গত ২৯/০৪/২০২০ ইং তারিখ রাত্র আনুমানিক ০৯.০০ ঘটিকায় থানায় সংবাদ আসে যে, উপজেলার শিপপুর (ভাগানীয়া) হাওরে দশ বছরের এক শিশু সাহেদ তার খালার সাথে ধানের খলায় গিয়ে কাজ করার সময় সবাই যখন সন্ধার দিকে কাজে ব্যস্ত তখন হঠাৎ শিশু সাহেদ নিখোঁজ হয়ে যায়, সে সময় তার আত্বীয়স্বজন অনেক খোজাখোজি করিয়া ব্যর্থ হলে থানায় এসে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা জেলার পুলিশ সুপার, মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশে তাৎক্ষনিক খালিয়াজুরী থানা হতে অফিসার ও ফোর্স প্রেরণ করিয়া হাওরে কাল বৈশাখী ঝড়ের মধ্যে খোঁজাখোজি শুরু করে ।

    শিশু সাহেদের আত্নীয়স্বজনসহ খালিয়াজুরী থানার এসআই কামরুজ্জামান ও সঙ্গীয় পুলিশ ও এ সময় খোঁজতে থাকে। তার আত্বীয়সজনেরাও এক সময় খোজতে অপারগতা প্রকাশ করে, তবুও এস আই কামরুজ্জামান ও তার টিম নির্জন, অন্ধকার হাওরে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খোঁজতে থাকে, খোঁজাখোঁজির এক পর্যায়ে শিশু সাহেদকে ধান ক্ষেতের পাশে অচেতন অবস্থায় রাত্র ১১.০০ ঘটিকার দিকে পাওয়া যায়। পরে জানা যায়, শিশু সাহেদ হাওরের মধ্যে বাড়ির পথ হারিয়ে ফেলে কাল বৈশাখী ঝড়ের মধ্যে পরে বিদুৎ চমকানোতে ভয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা ধান ক্ষেতের আইলের পাশ থেকে  উদ্ধার করিয়া সাধারণ চিকিৎসা দিয়ে সুস্থ করিয়া তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অবশেষে শিশু সাহেদ তার মায়ের কুল ফিরে পায়।