ক্ষমতার লড়াইয়ে শাসক-শোষক গোষ্ঠী নিরিহ জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করছে

    0
    244

    আমারসিলেট24ডটকম,১৩জানুয়ারীঃ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির এক কর্মীসভায় বক্তারা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ নিরিহ জনগণের উপর পরিকল্পিত হামলা নির্যাতন ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন সা¤্রাজ্যবাদের দালাল ক্ষমতাসীন ও ক্ষমতা বহির্ভূত দলগুলো ক্ষমতা দখলের লড়াইয়ে নিরিহ জনগণের উপর পেট্রোল বোমা ও নাশকতা চালিয়ে নিরিহ জনগণকে হত্যা করে যার যার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মী সংখ্যালঘু সম্প্রদায়সহ নিরিহ জনগণের উপর হামলা নির্যাতন লুটপাট চালানো হচ্ছে। ১২ জানুয়ারী জেলা এনডিএফ-এর কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তারা শাসক-শোষক গোষ্ঠীর ক্ষমতার এই লড়াইয়ে নিরিহ জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে দেশপ্রেমিক প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহাবান জানান। এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভার শুরুতে কেন্দ্রীয় কমিটির সার্কুলার পাঠ করা হয়। কর্মীসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, এনডিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক  অমলেশ শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান সোহেল, কৃষক সংগ্রাম সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সদস্য মোঃ ইমরান আলী, জাতীয় ছাত্রদল জেলা কমিটির আহবায়ক নুর মোহাম্মদ তারাকী ওয়েছ, রিকশা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ সোহেল আহমেদ, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ এর সদস্য তারেশ বিশ্বাস সুমন প্রমূখ। কর্মীসভায় আগামী ২০ জানুয়ারী ৪৫-তম শহীদ আসাদ দিবস পালন ও ২৮ ফেব্রুয়ারী কেন্দ্রীয় সমাবেশ সফল করার প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় সমাবেশকে সামনে রেখে কেন্দ্রীয় প্রতিনিধির উপস্থিতিতে আগামী ২৪ জানুয়ারী বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা আরও বলেন ক্ষমতাসীন ও ক্ষমতা বহির্ভূত  উভয় জোটই শ্রমিক-কৃষক-জনগণের জীবন-জীবিকা ও জাতীয় জীবনের মূল সমস্যা আড়াল করে তাদের হীন শ্রেণীস্বার্থ চরিতার্থ করে প্রভূ সামরাজ্যবাদের স্বার্থ রক্ষা করছে। বিশ্ব প্রেক্ষাপটে ভূরাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বপুর্ণ বাংলাদেশকে নিয়ে সামরাজ্যবাদী দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হয়ে চলছে। বাজার ও প্রভাববলয় পূণর্বন্টনকে কেন্দ্র করে সামরাজ্যবাদী দেশগুলোর মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত ও শক্তি সম্পর্কে পুনর্বিন্যাস প্রক্রিয়ার প্রভাব পড়ছে বাংলাদেশসহ উপমহাদেশের রাজনীতিতে। এরকম পরিস্থিতিতে সামরাজ্যবাদী নিয়ন্ত্রণে যে নামে বা যে পদ্ধতিতেই নির্বাচন করা হোক না কেন, আর তাতে যে দল বা জোটই ক্ষমতাসীন না কেন জনগণের তাতে কোন লাভ নেই। নির্বাচন গণতন্ত্রের পূর্বশর্ত নয়; বরং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি। সভায় এক প্রস্তাবে রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূতভাবে বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে সামরাজ্যবাদের দালাল প্রতিক্রিয়াশীল কয়েকটি দল প্রভূর পরিকল্পনায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ নাম ব্যবহার করে জোট গঠন করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্ঠায় লিপ্ত হওয়ায় তীব্র নিন্দা জানান হয়  এবং অবিলম্বে এই অপতৎপরতা বন্ধ করার আহবান জানান। অন্যথায় দেশের ছাত্র শ্রমিক কৃষক জনতাকে নিয়ে সামরাজ্যবাদের দালাল প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর এই অপপ্রয়াস প্রতিহত করা হবে।