কোন বিষয়ে থানায় না এসে অনলাইনে আবেদন করেন

    0
    228
    হাবিবুর রহমান খান,জুড়ীঃ  করোনাভাইরাস এর বিস্তার বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশ জনসাধারণের বৃহত্তর স্বার্থে ছোট খাটো আইনী সহায়তা যেমন হারানো কোন বিষয়ে জিডি, রিকল, আইনী নিরাপত্তা জনিত সাধারন জিডি সমূহের ক্ষেত্রে এখন আর থানায় আসার প্রয়োজন নেই।
    জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, নিজ হাতে জিডি লিখে সেই জিডির কপি ছবি তুলে অনলাইনে জুড়ী থানার ইমেইলে অথবা জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে 0088 01713 374445 এ পাঠাতে বলা হয়েছে।
    যেকোন প্রয়োজনে নিরাপত্তা জনিত কারণে আপনি যোগাযোগ করুন সরাসরি ওসি জুড়ী থানা মহোদয়ের সাথে। সেইসাথে আপনার আশপাশে করোনা আক্রান্ত সন্দেহ লোক থাকলে এবং নতুন কোন প্রবাসী দেশে আসলে তাৎক্ষণিক ভাবে আমাদের অবগত করতে অনুরোধ জানানো হয়েছে।
    ছোট খাটো কোন বিষয়ে থানায় না এসে অনলাইনে আবেদন করলে সেটা আমরা থানায় রেজিঃ এন্ট্রি করে জিডি নাম্বার পুলিশ আপনার বাড়ীতে দিয়ে আসবে।