কেলেঙ্কারির ঘটনা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল

    0
    244
    কেলেঙ্কারির ঘটনা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল
    কেলেঙ্কারির ঘটনা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল

    ঢাকা, ০৪ জুন : বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় অপরাধ স্বীকার করে নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এর আগে আজ মঙ্গলবার দুপুরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাময়িক এ নিষেধাজ্ঞার কথা জানান। তার পর সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অপরাধ স্বীকার করে নিয়ে জাতির কাছে তিনি ক্ষমা চেয়েছেন।
    এর আগে আজ দুপুরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে আশরাফুলের ওপর সাময়িক নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এ ঘোষণার পর বনশ্রীর নিজ বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে জাতির কাছে ক্ষমা চান আশরাফুল। তিনি বলেন, ক্রিকেটের স্বার্থেই আমি আকসুর কাছে সব অপরাধ স্বীকার করেছি। কি পরিস্থিতিতে ওই ঘটনাগুলো ঘটেছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এ ঘটনার জন্য আমি জাতির কাছে ক্ষমা প্রার্থী।
    অবশ্য বিসিবির সংবাদ সম্মেলনের পর আশরাফুলের প্রতিক্রিয়া জানতে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা তার বাসায় গেলে তিনি সাংবাদিকদের সামনে আসতে রাজি হননি। পরে তার বাবা জোর করে তাকে সাংবাদিকদের সামনে নিয়ে আসেন। সংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে  তিনি বলেন, ম্যাচ পাতানোর বিষয়ে আকসুকে সব বলেছি। আকসু আমাকে এ বিষয়ে অন্য কারো সঙ্গে কথা বলতে নিষেধ করেছে।