কুমিল্লা ও বগুড়ায় রেলে সহিংসতায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

    0
    429

    কুমিল্লা ও বগুড়ায় রেলে সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বগুড়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন আদালত।
    কুমিল্লার ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানাতে বলা হয়েছে।
    আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ আদেশ দেন।
    ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় জানান, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, বগুড়ার পুলিশ সুপার এবং কুমিল্লার এসপি ও ডিসিকে চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
    একটি ইংরেজি দৈনিকে ৩ এপ্রিল প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি এসব অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন।