কিশোরগঞ্জের কৃতি সন্তান তোফাজ্জল হোসেন ভৈরবীর ইন্তেকাল

    0
    257

    নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের  প্রত্যন্ত অঞ্চলের জনপ্রিয় ইসলামী বক্তা কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভৈরব উপজেলায় তিনি বসবাস করতেন।

    দীর্ঘদিন ভৈরব বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব ছিলেন, আলোচিত বক্তা হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী জন্মস্থান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে। তিনি একজন সুন্নি আকিদা ভিত্তিক আলেম ছিলেন।

    পরিবার সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন হার্টের রোগী ছিলেন। কয়েকদিন যাবত অসুস্থও ছিলেন। আজ বিকেলে হতাৎ স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে মায়ের পাশে তাকে দাফনের কথা রয়েছে। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ হাজারো ভক্তবৃন্দ রেখে যান।

    তার মৃত্যুর সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ভক্ত ও শুভাকাংকিদের শোক প্রকাশের সংবাদ দেশে ও দেশের বাইরে ভাইরাল হয়ে আছে।