কালিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

    0
    200

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০মার্চ,নড়াইল প্রতিনিধিঃ     নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক প্রনোদনা প্যাকেজের অংশ হিসাবে বিনামূল্যে ৬৮০ জন কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।
    মঙ্গলবার উপজেলা জেলা পরিষদের হলরুমে কালিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রধান অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
    কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে কালিয়া পৌরমেয়র ফকির মুশফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, উপজেলা কৃষি অফিসার সুবীর কুমার বিশ^াস ,সরকারি কর্মকর্তা, কৃষকগনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
    ৬৮০ জন কৃষকের মাঝে মোট ৩৪০০ কেজি বীজ, ১৩,৬০০ কেজি ইউরিয়া সার, ৬৮০০ কেজি ডি,এ,পি সার এবং ৬৮০০ কেজি এম,ও,পি সার বিতরণ করা হবে।
    ৬৮০ জনের মধ্যে ৬০০ জন উফশি আউশ চাষিকে ৫০০ টাকা এবং ৮০জন নেরিকা আউশ চাষিকে ১০০০ টাকা করে বিকাশের মাধ্যমে প্রদান করা হবে।