কালাপুরে ফুটবল টুর্ণামেন্টে ফুটবল একাডেমী ভৈরববাজার বিজয়ী

    0
    554

    “গ্রাম বাংলা ক্রীড়া সংস্থা”র প্রতিষ্টাতা দেলোয়ার হোসেন দেলুর সহযোগীতায় এবং ভৈরববাজার ফুটবল একাডেমীর কোচ সালেহ আহমেদের পরিচালনায় গতকাল ২৫/০৪/২০১৯ খ্রি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মাজডিহি চা বাগান মাঠে অনুষ্ঠিত হলো ৫ নং কালাপুর ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা।

    খেলায় ফুটবল একাডেমী ভৈরববাজার ০৩-০১ গোলে ইয়ং ষ্টার ক্লাব মাজডিহি চা বাগানকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন কবির উদ্দিন সুইট, সুদর্শন দাস, সিরাজুল ইসলাম সেলু, মো: তবারক আলী, হাছন আলী।

    উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন  মিছবাহুর রহমান সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা মৌলভীবাজার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুজিবুর রহমান, চেয়ারম্যান-কালাপুর ইউনিয়ন পরিষদ, জাকারিয়া আহমেদ সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা শ্রমিক লীগ, শফিকুল ইসলাম তুহিন উপ-ব্যবস্থাপক মাজডিহি চা বাগান,জাকারিয়া আহমেদ সাবেক সভাপতি মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, অমৃত সিং ছত্রী, কামরুজ্জামান সিপন, খোকন পাল, রিপন আহমেদ, কাশ্মীর আহমেদ নাহিদ,মামুন আলী, সাধন কর্মকার প্রমুখ।

    এছাড়া ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ফুটবল একাডেমীর ইমরান, সেরা গোলদাতা সোহাগ, সেরা গোলকিপার মুকিদ, সেরা খেলোয়ার কানাই।খেলায় প্রথম পুরষ্কার ছিলো ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং দ্বিতীয় পুরষ্কার ছিলো ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা। খেলার তথ্য গুলো নিশ্চিত করেন রেফারীর দায়িত্বে থাকা তবারক আলী।