কালকের কর্মসূচিতে হেফাজতের কেউ অংশ নিচ্ছে নাঃহেফাজত

    0
    203

    আমারসিলেট24ডটকম,২৮ডিসেম্বরঃ প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শফীর কক্ষে এ বৈঠক হয় বলে জানা যায়। হেফাজতের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী বৈঠকের বিষয়টি স্বীকার করলেও কী বিষযে আলোচনা হয়েছে সেটা জানাতে অনীহা প্রকাশ করেন।তবে যুগ্ন মহা সচিব জাফর উল্লাহ খান বলেছেন হেফাজত রাজনৈতিক কোন কর্ম-কাণ্ডে অংশ গ্রহন করবে না।

    তবে বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সামরিক সচিব কাল রবিবার ঢাকা অভিমুখে ১৮ দলীয় জোটের “গণতন্ত্রের অভিযাত্রা” কর্মসূচিতে হেফাজত যেন অংশ না নেয় সে ব্যাপারে আল্লাম শফীকে অনুরোধ জানান। এ সময় হেফাজতের আমির বলেছেন, কর্মসূচিতে হেফাজতের কেউ অংশ নিচ্ছে না। তবে সংগঠনভুক্ত যেসব দল ১৮ দলীয় জোটে আছে তারা অংশ নিলে তাঁর কিছু করার নেই।

    হেফাজত নেতাদের সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদিন হাটহাজারী মাদ্রাসায় নবনির্মিত মসজিদ ঘুরে দেখেন।