কাবুলে ভয়াবহ বিস্ফোরণে আহত প্রায় ৬৮ জন

    0
    214

    আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে তবে নিহতের সংবাদ এখনো পাওয়া যায়নি। বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। ঘটনার আকস্মিকতায় লোকজন এদিন ওদিক ছোটাছুটি করতে থাকে।

    আজ সোমবার সকালে কর্মব্যস্ত সময়ে এ বিস্ফোরণ ঘটে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায় নি। বহু আহত ব্যক্তিকে হাসপাতলে নেয়া হয়েছে। কাবুলে বার্তা সংস্থা রয়টার্সের অফিস ভবনটিও বিস্ফোরণের ফলে কেঁপে ওঠে। বিস্ফোরণের পর সেখানে গুলির শব্দ শোনা গেছে।

    বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে কাবুল পুলিশ কর্মকর্তারা। তবে তারা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেন নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিমি বলেছেন, ঘন বসতিপূর্ণ এলাকায় ওই বিস্ফোরণ হয়েছে। ওই এলাকায় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত।

    এদিকে, জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ওয়াহিদুল্লাহ মায়ারের টুইট উদ্ধৃত করে টোলো নিউজ বলছে, এ বিস্ফোরণে কয়েক ডজন মানুষ আহত হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে নি। তবে এ ধরনের ঘটনায় সাধারণত তালেবানকে-ই দায়ী করা হয়।