কানাইঘাটে বিএনপির ৭০নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রেফতার৫

    0
    222

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবর ,বদরুল ইসলামঃ গত শুক্রবার রাতে কানাইঘাট উপজেলার সড়কের বাজার থেকে থানা পুলিশের হাতে আটক স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীর বিরুদ্ধে কানাইঘাট থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে সোপর্দ করেছে পুলিশ। জানা যায়, গত শুক্রবার বাদ মাগরিব সড়কের বাজারে স্থানীয় দিঘীরপার ইউপি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের বাজারে একটি বিক্ষোভ মিছিল করে।মিছিল শেষে রাত ৮টার দিকে সিলেটের এডিশনাল পুলিশ সুপার ইব্রাহিম খানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ বাজারের শাহপরান রেষ্টুরেন্টে হানা দিয়ে রেষ্টুরেন্টের মালিক দিঘীরপার ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ জামান, যুবদলের সাংগঠনিক সম্পাদক কুতুব আহমদ, শ্রমিকদলের সভাপতি মানিক উদ্দিন ও ছাত্রদল কর্মী আব্দুল কাদিরকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ৫জনসহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জনকে আসামী করে গত শুক্রবার রাতে পুলিশ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর অভিযোগ করে বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল করার পরও স্থানীয় সাবেক এক ছাত্রলীগ নেতা ও আ’লীগের একজন প্রভাবশালী নেতার ইন্ধনে পুলিশ নিরীহ নেতাকর্মীদের হয়রানী করার লক্ষ্যে দ্রুত বিচার আইনে মামলা করেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়কের বাজারে লাঠি-সোটা নিয়ে মারমুখী মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গ্রেফতারকৃত ৫জন সহ অজ্ঞাতনামা ৬০/৭০জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। যেকোন সময় এ মামলার ঘটনাকে কেন্দ্র করে সড়কের বাজার এলাকায় সংঘর্ষের আশংকা রয়েছে।