কানাইঘাট বাঘ শাবক উদ্ধার

    0
    254

    আমারসিলেট24ডটকম,২৩অক্টোবর,বদরুল ইসলামকানাইঘাটে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি চিতা বাঘের বাচ্চাকে আটক অবস্থা থেকে উদ্ধার করেছে কানাইঘাট বিট অফিস।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাহপুর গ্রামের বুলু মিয়ার ছেলে মিনহাজ উদ্দিনের বাড়ীতে রাতের বেলায় বাঘ্র শাবকটি মোরগের ঘরে হানা দিলে বাড়ীর লোকজন মিলে কৌশলে শাবকটিকে ধরে খাঁচায় বন্ধি করে রাখে।

    খবর পেয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া এবং বিট অফিসার জহিরুল ইসলামসহ বিট অফিসের অন্যান্য কর্মচারীরা ঘটনা  স্থলে পৌছে গতকাল বেলা ১২টার দিকে ব ̈াঘ্র শাবটিকে উদ্ধার করে কানাইঘাট বিট অফিসে নিয়ে আসেন। এ ব্যাপারে বিট কর্মকর্তা জানান, ধৃত শাবকটি বিরল প্রজাতির চিতা বাঘের বাচ্চা।শাবকটিকে সিলেটের খাদিমনগর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে। তিনি আরো বলেন,

    ক্রমশঃ বন-বাদাড় উজাড় হওয়ার ফলে বন্যপ্রাণীরা খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে চলে আসে এবং সাধারণ মানুষের নির্মম নির্যাতনের শিকার হয়।