কানাইঘাটে সাংবাদিকদের সাথে এক প্রার্থীর মতবিনিময়

    0
    436

    আমারসিলেট24ডটকম,১৩ফেব্রুয়ারী,বদরুলআগামী ২৩ মার্চ কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে ভাইস চেয়ারম্যান প্রার্থী খেলাফত মজলিস সিলেট মহানগরীর নির্বাহী সদস্য ও কানাইঘাট খেলাফত মজলিসের সহসভাপতি সাবেক ছাত্রনেতা আলহাজ্ব অধ্যাপক আ.ন.ম ইয়াহিয়া স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট বাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আ.ন.ম ইয়াহিয়া কানাইঘাটের সার্বিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার উন্নয়ন, কৃষি সেক্টরের বৈপ্লবিক পরিবর্তন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অবহেলিত এ জনপদের ন্যায্য সকল দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে ১৯ দলের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

    খেলাফত মজলিসের কানাইঘাটে শক্তিশালী সাংগঠনিক তৎপরতা রয়েছে উল্লেখ করে জোটের শরীকদল হিসেবে তাকে ১৯ দলের মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত ও খোদা ভীরু ব্যক্তিরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে সত্যিকার অর্থে জনসাধারণের কল্যাণ করতে পারবেন। যোগ্য প্রার্থীর পক্ষে জনমত এবং ভোটারদের সচেতনতার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান তিনি। অর্থনীতিতে মাষ্টার্সসহ উচ্চ শিক্ষিত আ.ন.ম ইয়াহিয়া। মতবিনিময় অনুষ্ঠানে সম্মিলিত নাগরিক পরিষদ ও খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান, পৌর সভাপতি মাওঃ আমানুর রহমান চৌধুরী, মাওঃ মুফতি গিয়াস উদ্দিন, মাওঃ হাবিব উল্লাহ মিছবাহ, মোঃ শাব্বির আহমদ, আব্দুল্লাহ বাহার, প্রবাসী মজলিস নেতা হোসেইন আহমদ, মাওঃ আব্দুল কুদ্দুস, ছাত্র মজলিসের সভাপতি নজরুল ইসলাম, মাসুম আহমদ প্রমুখ।