কানাইঘাটে মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ

    0
    253

    আমারসিলেট24ডটকম,১৩মার্চ,বদরুল ইসলামঃ কানাইঘাট একতা ছাত্র পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট বীরদল এন.এম. একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এন.এম.একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সাঁতবাক ইউপির সাবেক চেয়ারম্যান রাজনীতিবিদ মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যাপক লুকমান হোসেইন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মহি উদ্দিন, যুবনেতা হোসেইন আহমদ, সাংবাদিক আব্দুন নুর, সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সভাপতি মস্তাক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, একতা ছাত্র পরিষদের সভাপতি তপন রাম দাস, পিসফুল স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রোমান আহমদ, সমাজসেবী মুহিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, আবু হোরায়রা প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। মস্তাক আহমদ পলাশ এন.এম একাডেমী প্রাঙ্গনে তার নিজ অর্থায়নে শহীদ মিনার নির্মাণের প্রতিশ্র“তি দেন।