কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শুরু

    0
    448

    যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর সকাল নয়টায় ৪০ মিনিটে শুনানি শুরু হয়েছে।
    আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চে এই শুনানি চলছে।
    আদালতে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করছেন।
    বেঞ্চের অপর পাঁচ বিচারপতি হলেন: বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও কাদের মোল্লা পৃথক আপিল করেন। গত ৫ মার্চ আপিল বিভাগ শুনানির দিন ধার্যের বিষয়ে ১০ মার্চ আদেশের দিন ধার্য করেন। পরে ১০ মার্চ আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় আপিল দুটি কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে আদেশের জন্য অন্তর্ভুক্ত ছিল।