কাতার বিশ্বকাপে একত্ববাদের প্রতি আকৃষ্ট হয়ে মেক্সিকান সমর্থকের ইসলাম গ্রহণ

0
906

আমার সিলেট ডেস্কঃ কাতারে বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিনেই ইসলাম গ্রহণ করলেন এক মেক্সিকান সমর্থক।
ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে নেটিজেনদের কাছে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে ।

বুধবার (২৩ নভেম্বর ২০২২) কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম “আলজাজিরা” জানায়, রাজধানী দোহার ‘কাতারা’ কালচারাল ভিলেজে কালিমা পড়ে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন ওই মেক্সিকান যুবক।

যুবকটিকে কালিমায়ে শাহাদাত পাঠ করান স্থানীয় ইসলামিক দাঈ (ইসলাম প্রচারক) শায়খ হাইয়ান আলইয়াফাঈ। ওই যুবকের ইসলাম গ্রহণের বর্ণনা দিয়ে শায়খ আলইয়াফাঈ ফেসবুকে একটি পোস্ট করেছেন।

ওই পোস্টে তিনি বলেছেন, ‘যুবকটি মুসলিম সংস্কৃতি সম্পর্কে জানতে মসজিদে আসেন। তখন তাকে ঈমানের মৌলিক বিষয়গুলো ব্যাখ্যা করে বোঝানো হয় এবং একই সাথে তাকে বলা হয় যে, ইসলাম সকল নবী-রাসূলদের ধর্ম। আর প্রত্যেক নবী-রাসূলের ম্যাসেজ ও বার্তা একটিই। তা হলো- আল্লাহ তায়ালা তাদেরকে পাঠিয়েছেন মানুষকে একত্ববাদের প্রতি আহ্বান করার জন্য। হজরত মুসা, ঈসা, মোহাম্মদ সা: ও পূর্বেকার সকল নবী-রাসূল এক আল্লাহর ইবাদত করতেন, যার কোনো শরীক নেই।’

তিনি পোস্টে আরো লেখেন, ‘এরপর যুবকটি নবীদের ধর্মের ওপর আসার এবং ইসলামে দীক্ষিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তখন তাকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়- তোমাকে কি কেউ ইসলাম গ্রহণে বাধ্য করেছে? তিনি জানান, তাকে কেউ বাধ্য করেনি।’

শায়খ হাইয়ান আলইয়াফাঈ বলেন, আলহামদুলিল্লাহ পরে তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। আল্লাহ তার বক্ষকে উন্মোচন করে দিন এবং তার হৃদয়কে আলোকিত করে দিন। আমরা আল্লাহর কাছে ইসলামের ওপর তার এবং আমাদের অবিচলতা কামনা করছি।’

সূত্র : আন্তর্জাতিক সংবাদ মাধ্যম “আলজাজিরা”