কাকরাইল মসজিদে তাবলীগ জামাতের দুই গ্রুপে সংঘর্ষ

    0
    444
    স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার কাকরাইল মসজিদে মরহুম মৌলভি ইলিয়াস মেওয়াটি প্রতিষ্ঠিত তাবলিগ-জামাতের সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে হজ্জ শেষে সৌদি আরব থেকে ফিরে মাওলানা সাদপন্থী তাবলিগের মুরব্বিরা কাকরাইল মসজিদে প্রবেশ করতে গেলে বাধার সম্মুখীন হয় তারা। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মসজিদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
    জানা গেছে, মৌলভি ইলিয়াস মেওয়াটি এর দৌহিত্র  মাওলানা সাদ কান্দালভী অনুসারী শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ বেশ কয়েকজন মুরব্বি ও সাথীরা হজে গিয়েছিলেন। শনিবার রাতে এশার নামাজের পর  সাদের অনুসারী তাবলিগের মুরব্বিরা কাকরাইল মসজিদে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন।
    এসময় কাকরাইল মসজিদে ভেতরে ছিলেন মাওলানা সাদবিরোধী পক্ষের মুরব্বি মাওলানা যোবায়ের। কাকরাইল মসজিদের ভেতরের মাদ্রাসার ছাত্ররা বাইরে এসে সাদ বিরোধীদের ওপর হামলা চালায়। এসময় হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। রাতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
    এ প্রসঙ্গে মাওলানা আব্দুল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, ”রাতে মসজিদের ভেতর থেকে কিছু লোক এসে মুরব্বিদের ওপর হামলা চালায়। তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়। হজ্জ শেষে তারা দেশে এসে এ পরিস্থিতির শিকার হয়েছেন।”
    উল্লেখ্য ইলিয়াসি তাবলীগ জামাতের নেতা মাওলানা সাদ এর কিছু ধর্মিয় বক্তব্য নিয়ে গত বছর থেকে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।