করোনা রোধে তাহিরপুরের বিভিন্ন বাজারে জীবাণুনাশক স্প্রে

    0
    244

    সুনামগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর বাজার ও বাদাঘাট বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

    শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাদাঘাট বাজার বণিক সমিতির উদ্যেগে বাজারের প্রতিটি গলিতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। বাদাঘাট বাজারে সরকারের নির্দেশনা অনুযায়ী সার্বক্ষণিক নিরাপদ রাখতে কাজ করছেন সুনামগঞ্জ জেলা বাজার মনিটরিং বোর্ডের সদস্য,বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার।

    বাজারের ব্যবসায়ীগন জানান,সবাই যেখানে নিজের নিরাপত্তা নিয়ে ব্যাস্ত সেখানে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেছে বনিক সমিতির লোকজন যা সময় উপযোগী উদ্যোগ।
    বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার জানান,করোনা ভাইরাস প্রতিরোধে বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। সবাইকে সবার অবস্থান সর্তক থাকে কাজ করতে হবে। তাহলেই এই করোনা ভাইরাস প্রতিরোধ করা সহজ হবে।