করোনা আপডেটঃ দেশে নতুন শনাক্ত-৭৯০,৩ জনের মৃত্যু

    0
    221

    সারা দেশে ২৪ ঘন্টায় ৬ হাজার ২৪১ জনের পরীক্ষা

    জহিরুল ইসলাম, নিস্বজ প্রতিবেদকঃ   সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জন মারা গেছে।তাদের মধ্যে ২ জন পুরুষ ও ১ নারী।নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭৯০ জন।

    আজকের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত রেকর্ড এটি ৭৯০ জনের। আর  গতকাল মঙ্গলবার ৭৮৬ জন এবং ১ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।
    আজকের প্রেস ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৮৬ জন। মোট শনাক্তের সংখ্যা ১১ হাজার ৭১৯ জন।
    গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪১ জনের করোনা পরীক্ষা করা হয়। আগের দিন ৫ হাজার ৭১১ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৯৯ হাজার ৫৯৩ জনের নমুনা। দেশে এখন ৩৩টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।
    গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।