করোনাভাইরাস’র দ্বিতীয় ধাপ সম্পর্কে শ্রীমঙ্গলে সচেতনতামূলক প্রচারণা

    0
    327

    নিজস্ব প্রতিনিধি:মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে সচেতনতা মুলক প্রচারণা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (৯নভেম্বর) শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্তরে সচেতনতা মুলক প্রচারণা অনুষ্টানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রেম সাগর হাজরা,ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,সহকারী কমিশনার (ভুমি) মোঃ নেছার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী,সাংবাদিক আমিরুজ্জামান,সাংবাদিক আতাউর রহমান কাজল,শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব এর জয়েন সেক্রেটারি আব্দুল মজিদ,সাংবাদিক রুপক দত্তসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    এসময় রি-ইউজেবল প্রায় সাতশত মাস্ক বিতরন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম পথচারী,দোকানদারসহ সকলের উদ্যেশ্যে বলেন করোনা প্রতিরোধে মাস্ক পরিধান বাধ্যতামূলক,যারা মাস্ক পড়বেননা তাদেরকে মোবাইল কোর্টের অভিযানে অধিক জরিমানাসহ শাস্তির আওতায় আনা হবে।