কমলগঞ্জ রাধাকৃষ্ণের পুজার্চ্চনা ও বার্ষিক নামযজ্ঞ শুরু

    0
    204

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫ফেব্রুয়ারী,শাব্বির এলাহীমৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে ৫দিনব্যাপী রাধাকৃষ্ণের পুজার্চ্চনা ও ১৬ প্রহরব্যাপী তারকব্রক্ষ্ম নামযজ্ঞের ৩৩ তম বার্ষিক মহোৎসব শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ করেন শ্রীযুক্ত যজ্ঞব্রতী বাচষ্পতি ব্রজকিশোর পন্ডিত।

    বেলা সাড়ে ৩টায় মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে ও প্রণয় দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিলেট বিভাগীয় ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ।

    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন চতুস্পাঠীর অধ্যক্ষ মঞ্জু গোপাল দেব, মহিলা ভাগত সংঘের প্রতিষ্ঠাতা সভানেত্রী শীলা তালুকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিহারেন্দু ভট্টাচার্য্য, কমলগঞ্জ মহিলা গীতা সংঘের সভানেত্রী অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়। স্বাগত বক্তব্য রাখেন মহোৎসব উদযাপন পরিষদের সহ সভাপতি রুপলাল পাল।

    ধর্মসভার পূর্বে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটি কর্তৃপক্ষ ও লংগুরপার শ্রীশ্রী কালাচাঁন দেবালয় কর্তৃপক্ষের হাতে ২৫ হাজার করে ৫০ হাজার টাকার চেক তুলে দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিলেট বিভাগীয় ট্রাষ্টি রাখাল চন্দ্র ঘোষ।

    এ সময় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক অমলেন্দু রায়, লংগুরপার শ্রীশ্রী কালাচাঁন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি অরুন পাল ও সাধারণ সম্পাদক সিতাংশু রঞ্জন পাল (রতন) উপস্থিত ছিলেন।