কমলগঞ্জ মাদক বিরোধী সমাবেশে এএসপি আশরাফুজ্জামান

    0
    222

    কমলগঞ্জ প্রতিনিধি: “মাদককে না বলি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান দুর্গামন্দির প্রাঙ্গণে কমলগঞ্জ থানা পুলিশ ও সুনছড়া চা বাগান কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মোঃ আশরাফুজ্জামান।

    আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস প্রমূখ।

    প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মোঃ আশরাফুজ্জামান বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই।

    উল্লেখ্য, মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় কমলগঞ্জ থানা ও সুনছড়া বাগান কর্তৃপক্ষের উদ্যোগে সুনছড়া চা বাগানে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।