কমলগঞ্জ উপজেলা পরিচিতি বইয়ের মোড়ক উন্মোচন

    0
    433

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬মার্চ,কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে “কমলগঞ্জ উপজেলা পরিচিতি” শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। রোববার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক শাহজাহান মানিক এর সঞ্চালনায় মোড়ক উন্মোচণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, ভাইস চেয়ারম্যান (প্যানেল-১) পারভীন আক্তার লিলি, ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী।

    অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্য, লেখক-গবেষক আহমদ সিরাজ, উপজেলঅ প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন প্রমুখ।

    কমলগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে প্রাক্তন অধ্যক্ষ রসময় মোহান্ত, প্রাবন্ধিক আহমদ সিরাজ ও প্রভাষক শাহজাহান মানিক এর সম্পাদনায় কমলগঞ্জ উপজেলার ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও বহুবর্ণিল বৈচিত্র্যের এক দালিলিক তথ্য ভান্ডার হিসাবে সমধিক পরিচিত ও গবেষণা কাজে ব্যবহৃত হওয়ার উপযোগী এই বই প্রকাশিত হয়।