কমলগঞ্জে ৪০জন মেয়েকে ‘মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ

    0
    289

                                      আজ কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের ৪০ জন মেয়েকে “মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা” সম্পর্কে

    প্রশিক্ষণ প্রদান করা হয়।

    প্রশিক্ষণ শেষে তাঁদের মাঝেবিনামূল্যে বিতরণ করা হয়  স্যানিটারি ন্যাপকিন  সহায়ক সামগ্রী।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরণ যুব ফোরামের সভাপতি  এবং এইপ্রশিক্ষণ  স্যানিটারি ন্যাপকিন বিতরণকর্মসূচীর উদ্যোক্তা মোহন রবিদাস,রণজিৎ রবিদাস।মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন শিপা রবিদাস,অষ্টমী গোয়ালা,,লাভলী শীল,আরতি শীল,মুন্নী পণ্ডিত,মৌমিতা বাউরী প্রমুখ।
    এই অনুষ্ঠান আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করেন সুমা গোস্বামী,টুম্পা গোয়ালা,সুবর্ণা গোস্বামী।

    স্যানিটারি প্যাড দিয়ে সহযোগিতা করেন ফাইজা রহমান।

    জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস বলেন,আলীনগর চা বাগানের মতো সকলের সহযোগিতা পেলে আমরা দেশের প্রতিটি চা বাগানে “মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা”  বিষয়ে প্রশিক্ষণও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন  সহায়ক সামগ্রী প্রদান করবো।

    উপস্থিত অন্যান্য অতিথিগণ তাঁদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।